প্রকাশিত: Sat, Feb 18, 2023 4:16 PM
আপডেট: Fri, Jul 4, 2025 11:38 PM

ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় তুরস্ক ১১ লাখ বাড়ি নির্মাণ করবে

সাজ্জাদুল ইসলাম: প্রেসিডেন্ট এরদোগান মার্চ মাস থেকে বাসিন্দাদের জন্য পুনর্নির্মাণ কাজ শুরু এবং এক বছরের মধ্যে তা শেষ করার কথা ঘোষণা দিয়েছেন। তুরস্কের গৃহ উন্নয়ন কর্তৃপক্ষ এ কাজ তদারকি করবে। 

১০০  বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পের পর হাজার হাজার আফটার শক অনুভূত হয় তুরস্ক ও সিরিয়ায়। দুইদেশে নিহতের সংখ্যা  ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে তুরস্কে ৩৯ হাজার ৬৭২ জন ও সিরিয়ায় ৫ হাজার ৮০০ জন নিহত হয়েছে। তুরস্কের হাতয় থেকে উদ্ধারকর্মীরা ২৭৮ ঘন্টা পর ধ্বংসস্তুপের নীচ থেকে ৪৫ বছর বয়সের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন। তুরস্কে উদ্ধার ও ত্রাণ এবং সিরিয়ায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

তুরস্কের পরিবেশ, নগর পরিকল্পনা ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম গত শুক্রবার বলেন, ৬ ফেব্রুয়ারির জোড়া ভূমিকম্পে ৮৪ হাজার ৭২৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের দেড়  কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তুপ থেকে এখনো মৃতদেহ উদ্ধার হচ্ছে। গৃহহীন মানুষদের জন্য প্রয়োজন আশ্রয়, বিশুদ্ধ পানি, খাবার ও টয়লেট।  তুরস্ক সরকারের একটি সংস্থা ত্রাণ ও উদ্ধার প্রচেষ্টার সমন্বয় করছে। তারা ৭৫টি দেশের উদ্ধারকারী দলকে আমন্ত্রণ জানিয়েছে। তারপরও ১০টি প্রদেশ জুড়ে বিধ্বস্ত বিশাল এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজ চালানো বেশ কঠিন। এ আঘাত পুরোপুরি কাটিয়ে উঠতে কয়েক বছর এমনকি কয়েক দশকও লেগে যেতে পারে। সবার জন্য আশ্রয় ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে কয়েক মাস লেগে যেতে পারে। বিধ্বস্ত ভবনগুলোর সব ধ্বংসস্তুপ পরিস্কার করার পর অবিশ্বাস্য প্রয়োজন দেখা দেবে।  কারণ বাড়িঘর, স্কুল-কলেজ, হাসপাতাল, সবকিছু ধ্বংস হয়ে গেছে। গোটা অঞ্চলকে নতুন করে গড়ে তুলতে হবে। দরকার বিপুল অর্থ। সেক্ষেত্রে ভূমিকম্পের আগে থেকে থাকা স্থানীয় এনজিওগুলোর কাজ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

থার্ড সেক্টর ফাউন্ডেশনের সেক্রেটারি বলেন, তাদের সংগঠন তুরস্কের সুশীল সমাজকে শক্তিশালী করছে। মাঠ পর্যায়ে কর্মরতদের সাথে তাদের সম্পর্ক রয়েছে। চাহিদার বিষয় পর্যবেক্ষণ ও তা মেটানোর চেষ্টা তারা করছেন। সংস্থাটি মাঝারি ও দীর্ঘ মেয়াদে পুনর্বাসনের কাজ করছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব